ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ এবং প্রতিষ্ঠানের প্রধান বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচির বাস্তবায়নে সারা দেশের ন্যায়ে বাবুগঞ্জে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে বাবুগঞ্জ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদল নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় আবুগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আ.ন.ম আব্দুল হালিম এর হাতে স্মারকলিপি তুলে দেন বাবুগঞ্জ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম, সদস্য সচিব নাফিজুর রহমান আসিফ সিকদার, ছাত্রদল নেতা মোঃ মুন্না শিকদার, মোহাম্মদ আরাফাত হোসেন, মোহাম্মদ সিয়াম, রাতুল, রাকিব জিতু প্রমূখ।
এর আগে বাবুগঞ্জ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। এ সময় নেতাকর্মীরা খুনি সংগঠন ছাত্রলীগের নৈরাজ্য সৃষ্টিকারী নেতাকর্মীদের আইনের আওতায় আনার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি দাবী জানান।