কলাপাড়ায় ওল্ডার পিপলস ক্লাব’র কার্যক্রমের অবগতকরণ কর্মশালা

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : : | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০৮ পিএম
কলাপাড়ায় ওল্ডার পিপলস ক্লাব’র কার্যক্রমের অবগতকরণ কর্মশালা

পটুয়াখালীর কলাপাড়ায় ক্যাশ ট্রান্সফার মডারনাইজেশন (সিটিএম) প্রকল্পের আওতায় ওল্ডার পিপলস ক্লাব (ওপিসি) কার্যক্রম বিষয়ে অবগতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় কলাপাড়া উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষ পায়রায় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক শিলা রানী দাস।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিটিএম প্রকল্পের টিম লিডার মনিরুজ্জামান সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক, পটুয়াখালী সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম শাহজাদা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির। 

বিশ্ব ব্যাংকের সহায়তায় সিটিএম প্রকল্পের আওতায় ওপিসি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গত বছরের ১ এপ্রিল পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ও সমাজসেবা অধিদপ্তরের চুক্তি সম্পাদিত হয়। কলাপাড়ায় বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা নারী, প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রাপ্ত ভাতাভোগীরা এ ওপিসি প্রকল্পের সেবার আওতায় আসবে বলে প্রকল্পের যুগ্ম পরিচালক মনিরুজ্জামান সিদ্দিকী জানান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে