দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচনে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশন। এতে ৫০ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। দুইজন প্রার্থী অবৈধ ঘোষনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রংপুর বিভাগীয় ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক প্যানেল মেয়র মো. মঞ্জুরুল আজিজ পলাশ। এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির সহকারী নির্বাচন কমিশনার অধ্যাপক মো. গোলাম মোস্তফা, মো. আনোয়ার হোসেন, মো. মিজানুর রহমান শামসুল ও তানভীর আহমেদ রানা।
রংপুর বিভাগীয় ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক প্যানেল মেয়র মো. মঞ্জুরুল আজিজ পলাশ বলেন, সভাপতি পদে তিন প্রার্থী আতাউর রহমান, জোয়াদুর রহমান ও শাহাদত হোসেন সাদো, সহ-সভাপতি পদে ৩ জন নয়ন সরকার, আনোয়ারুল ইসলাম, আবু এহিয়া, সাধারন সম্পাদক পদে ৪ জন আতাউর রহমান, আবু বক্কর ছিদ্দিক বাবলু, ফজলুল হক ভূইয়া, যুগ্ম সাধারন সম্পাদক পদে ৩ জন আসাদুল ইসলাম সাগর, মনজুরুল ইসলাম, সাদেকুল ইসলাম ভুট্রো, সহ-সাধারন সম্পাদক পদে ৫ জন মতিউর রহমান, ফিরোজ রানা, মো: পাপ্পু, মাহমুদুল হাসান, আনছার আলী, অর্থ সম্পাদক পদে ৩ জন মিজানুর রহমান, আবদুল্লাহ সরকার, কাজী নেওয়াজ পারভেজ, দপ্তর সম্পাদক পদে ৪ জন শাহাজাহান সরকার, রেজাউল আলম, সোহরাব হোসেন, আলম মামুন কাজি, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন সাকিব হোসেন ডলার, রফিকুল ইসলাম সড়ক সম্পাদক পদে ৪ জন আমির হোসেন, রামু রায় চুলাই, ওবায়দুল হক, হায়দার আলী, প্রচার সম্পাদক পদে ৩ জন শাফিউল করিম, মামুনুর রশিদ, আজিজুল ইসলাম, শিল্প সমাজ কল্যান সম্পাদক পদে ৫ জন মোকছেদুল রহমান, মাজেদুল হক, সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম, ফজলু হক এবং কার্যনির্বাহী সদস্য পদে ১১ জন সদস্য রাজন, নূর আলম, আজিজুল ইসলাম, রহিমুল ইসলাম, ওমর ফারুক, জিয়ারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মশিউর রহমান, মজনু শেখ, মোস্তাফিজুর রহমান ও মিন্টু আলী বৈধ প্রার্থী হয়েছেন। আগামী ৮ ফেব্রুয়ারি শনিবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্রের উপর আপত্তি ও নিষ্পত্তি ছিল, ৫ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) চুড়ান্ত বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়। মনোনয়নপত্র বিক্রির সময় প্রথম ও দ্বিতীয় দিনে বিভিন্ন পদে ৫৬জন মনোনয়নপত্র প্রার্থীরা কিনেছেন। পদ ভিক্তিক প্রতিটি আবেদনপত্রের দাম ১০ হাজার থেকে ৫ হাজার টাকায় মনোনয়ন ফরম কিনেন প্রার্থীরা। ৩০ জানুয়ারী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।