বরিশালের মুলাদীতে জমি থেকে উচ্ছেদ করতে এক বাক প্রতিবন্ধীর ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কাচিচর গ্রামের মৃত আজিজ বয়াতীর প্রতিবন্ধী ছেলে স্বপন বয়াতীর বসত ঘর পুড়িয়ে দেওয়া হয়। স্বপন বয়াতীকে জমি থেকে উচ্ছেদ করতে দুর্বৃত্তরা ঘরে আগুন দিয়েছে বলে দাবি করেছেন প্রতিবেশিরা।
কাচিচর গ্রামের আব্দুর রহমান জানান, স্বপন কথা বলতে না পারায় জীবিকার জন্য অন্যের ওপর নির্ভরশীল। সে বৃহস্পতিবার দুপুরে পার্শ্ববর্তী বাড়িতে গিয়েছিলো। ওই সময়ে দুর্বৃত্তরা ঘরে আগুন দেয়। আগুন ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী লোকজন ডাকচিৎকার দিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ওই সময়ের মধ্যে স্বপনের ঘরের বেশিরভাগই পুড়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে স্বপনের এক প্রতিবেশি জানান, এলাকার একটি চক্র দীর্ঘদিন ধরে স্বপনকে বাড়ি থেকে উচ্ছেদ করে জমি দখল করার চেষ্টা করছিলো। ওই চক্রটি ঘরে আগুন দিয়ে থাকতে পারে।