"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"Ñএই স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ইন্দুরকানী উপজেলা পর্যায়ে আন্ত-স্কুল বালিকা ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দক্ষিণ ইন্দুরকানি সপ্তগ্রাম সম্মিলনী আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান বিন মোহাম্মাদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার মজুমদার, এবং ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ নাসির উদ্দিন, ইন্দুরকানী এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন গাজী।
এই আয়োজনের মাধ্যমে ইন্দুরকানীর শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াচর্চা এবং মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণের গুরুত্ব নতুন মাত্রা পেল।