মেঘনায় জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : : | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৫০ পিএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
মেঘনায় জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫

ভোলার দৌলতখানের মেঘনায় মাছ ধরার জাল পাতাকে কেন্দ্র করে জেলেদের মধ্যে দুই গ্রুপের   তুমুল সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। 

আহতদের মধ্যে নাগর নামের এক জেলের  অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। তাকে মাথায় কুপিয়ে ও পিঠে লাঠিসোটা দিয়ে আহত করা হয়েছে। বাকি আহত জেলে ইমরান, জামাল, মোশারেফ, কামাল ও খোকনকে দৌলতখান হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত আরও চার জেলে বোরহানউদ্দিন হাসপাতালে  চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। মৎস্য ব্যবসায়ী দিদার ও স্বপন শিকদার জানান, বুধবার ৬ ফেব্রুয়ারি বিকালে সৈয়দপুর ঘোষের হাট মাছঘাট সংলগ্ন ডুবু চর এলাকা মেঘনা নদীতে পাইজাল ও বেড় জাল দিয়ে তাদের জেলেরা মাছ ধরতে গেলে ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা  গোলাম আযম পলিনের জেলেদের সাথে সংঘর্ষ বাঁধে। চেয়ারম্যান এর জেলেরা অতর্কিত হামলা করে লাঠিসোটা ও দা দিয়ে কুপিয়ে তাদের জেলেদের আহত করে। এসময়  মাছ ধরার ট্রলার সহ পাঁচ লাখ টাকার জাল নিয়ে গেছে বলে তারা জানিয়েছেন। গোলাম আযম পলিল চেয়ারম্যান জানান, সৈয়দপুর ইউনিয়নের লোকজন তজুমদ্দিন থেকে ট্রলার জাল সাভার এনে ভবানীপুর ইউনিয়নের মেঘনায় জাল পাততে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কম বেশি উভয় পক্ষের লোকজন আহত হতে পারে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে