পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও তাদের দোসরদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণের দাবী করে নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দীর্ঘ ১৫বছর পর প্রকাশ্যে সাতক্ষীরায় এটিই ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো। এতে কয়েক হাজার শিবির কর্মী অংশ নেয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা শহরের তুফান কোম্পানি মোড় থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ে এসে শেষ হয়। র্যালি শেষে সমাবেশে সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন বলেন, ইসলামি ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন। আমাদের লক্ষ্যই হলো সৎ, দক্ষ ও আদর্শ দেশপ্রেমিক সুনাগরিক তৈরি করা। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। কোন ভয় ভীতি, হুমকি আমাদের আগ্রযাত্রাকে দমিয়ে রাখতে পারবে না। এদেশে সুশাসন প্রতিষ্ঠান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
শহর ছাত্র শিবিরের সেক্রেটারী মেহেদী হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, খোরশেদ আলমসহ অন্যান্যরা। এসময় সাবেক সভাপতি আবু তালেবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।