পুলিশের ধাওয়ায় ঘর থেকে বেরিয়ে লাশ হলেন যুবক!

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : : | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১৫ পিএম
পুলিশের ধাওয়ায় ঘর থেকে বেরিয়ে লাশ হলেন যুবক!

বরিশালের মুলাদীতে নয়াভাঙনী নদীর পাড় থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে।  মঙ্গলবার রাত ১০টার দিকে নিহতের স্বজনেরা লাশের পরিচয় শনাক্ত করেন। ওই যুবকের নাম বিপ্লব সিকদার (৩৫)। তিনি মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার পশ্চিম রতনপুর গ্রামের আলাউদ্দীন ওরফে আলী সিকদারের ছেলে। বিপ্লব রোববার রাত সাড়ে ১১টার দিকে কাজিরহাট থানা পুলিশের অভিযানের সময় ঘর ছেড়ে বের হয়ে নিখোঁজ হন বলে জানান তার ভাই মঈন সিকদার। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নয়াভাঙনী নদীর পাড় থেকে বিপ্লবের লাশ উদ্ধার করে পুলিশ।

বিপ্লবকে শ্বাসরোধ করে হত্যার পর নদীতে ফেলা হয়েছে বলে দাবি করেছেন স্বজনেরা। এঘটনায় তার ভাই আদালতে মামলা করবেন বলেও জানান। তবে, কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান রোববার রাতে বিপ্লব সিকদারের বাড়িতে অভিযানের কথা অস্বীকার করেছেন।

মুলাদী থানা পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাজিরচর ইউনিয়নের বড়ইয়া এলাকায় নয়াভাঙনী নদীর পূর্বপাড়ে যুবকের লাশ দেখে স্থানীয়রা থানায় সংবাদ দিলে যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে লাশের পকেটে পাওয়া মোবাইলের সিম খুলে অন্য মোবাইল সংয্ক্তু করে মঈন নামের একজনের সঙ্গে কথা বলে প্রাথমিক পরিচয় পাওয়া যায়। পরে মঈন সিকদারসহ অন্যান্যরা থানায় গিয়ে বিপ্লবের লাশ শনাক্ত করেন। বুধবার লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে।

বিপ্লবের ভাই মঈন সিকদার বলেন, 'রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কাজিরহাট থানার ১২-১৪ জন পুলিশ আমাদের বাড়িতে অভিযান চালায়। ওই সময় পুলিশ বিপ্লবের নাম ধরে খোঁজ করলে পুলিশের ভয়ে বিপ্লব ঘরের পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার রাতে মুলাদী থানা পুলিশের সঙ্গে কথা বলে তার মৃত্যুর সংবাদ পাওয়া যায়। বাড়ি থেকে বের হওয়ার পরে প্রতিপক্ষের লোকজন বিপ্লবকে হত্যা করে লাশ নয়াভাঙনী নদীতে ফেলে দিয়ে থাকতে পারে।’

মুলাদী  থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ জানান, কাজিরহাট থানায় ২টি ও বাকেরগঞ্জ থানায় ১টি মামলাসহ বিপ্লবের বিরুদ্ধে ৫টি মামলার রেকর্ড রয়েছে। তবে তাকে গ্রেপ্তারে কাজিরহাট থানা অভিযান চালিয়েছে কিনা জানা নাই।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ''বিপ্লব সিকদারের নামে থানায় কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। তাকে  গ্রেপ্তারের জন্য কোনো অভিযান করা হয়নি।'

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, যুবকের লাশ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। মামলাটি তদন্তের জন্য নাজিরপুর নৌপুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে