জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় শুভ উদ্বোধন করা হয়েছে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট। তারুন্যের উৎসব’২০২৫ উপলক্ষ্যে আয়োজিত ইউএনও কাপ গতকাল বৃহস্প্রতিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় উদ্বোধন করা হয়েছে। উপজেলা চত্বরের ব্যাডমিন্টন কোর্টে অফিসার্স ক্লাব ২ দিন ব্যপী এই টুর্নামেন্টর আয়োজন করেছে। টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। অফির্সাস ক্লাবের সাধারন সম্পাদক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন, উপজেলা সমাজ সেবা অফিসার এমদাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, বনবিভাগ কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রফিকুল ইসলাম বলেন, ভেড়ামারার ইতিহাস ঐতিহ্য’র সাথে মিশে আছে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট। গত ২ মাসে আমি দেখেছি এই টুনামেন্ট কে নিয়ে ভেড়ামারার মানুষের উচ্ছ্বাস। তিনি বলেন, আগামী দিনে এই ইউএনও কাপ টুর্নামেন্ট ব্যাপক ভাবে ছড়িয়ে দিয়ে সকল মানুষকে অন্তভুক্ত করবো।