ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা ও মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : : | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:১৩ এএম
ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা ও মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

ঈদগাঁওতে পাওনা টাকা নেয়ার কথা বলে এক ব্যবসায়ীর টাকা ও মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশকে দেয়ার কথা বলে আরো টাকা আদায় করে পরে ছেড়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে ইউনিয়নের দরগাহ পাড়ায়। সংগঠিত ঘটনায় ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয় যে, নুরুন্নবী নামক এক ব্যবসায়ী ইউনিয়নের বারা আউলিয়া বাজারে একটি কাঁচা তরকারির দোকান করেন। তার বাড়ি একই ইউনিয়নের ভাদিতলায়। তিনি মোহাম্মদ শফির পুত্র। পার্শ্ববর্তী দরগাহ পাড়ার ইয়াছিনের স্ত্রী আমেনা আক্তার তার দোকান থেকে প্রায় সময় নগদে ও বাকিতে মালামাল ক্রয় করেন। সে সূত্রে দুইজন পরস্পরের সাথে পরিচিত। গত চার ফেব্রুয়ারি সকালে আমেনা তরকারি ব্যবসায়ী নুরুন্নবীকে ফোন করে বলে যে, তার কাছ থেকে কত টাকা পাবে তা হিসেব করে বাড়ির সামনে এসে নিয়ে যাও। কথামতো তিনি তার বাড়ীর সামনে গেলে তাকে ডেকে বাড়িতে ঢ়ুকায়। এ সময় আমেনা তার মুখে চেতনানাশক স্প্রে করলে তিনি সেন্সলেস হয়ে যান। এ সুযোগে তার পকেটে থাকা দশ হাজার টাকা ও মোবাইল ফোনটি নিয়ে নেয়। আধা ঘন্টা পর নুরুন্নবীর সেন্স ফিরে আসলে আমেনা তাকে হুমকি দেয় যে, সে পকেটে থাকা টাকা বাদে আরো দশ হাজার টাকা এনে না দিলে তাকে ইয়াবা দিয়ে পুলিশে ধরিয়ে দেবে। পরবর্তীতে এ মহিলা ভূক্তভোগীর পরিবারের কাছ থেকে দাবিকৃত এ টাকা আদায়ও করে নেয়। এ ব্যাপারে দোকানদার আইনি প্রতিকার চেয়ে থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে উল্লেখ করেন অভিযোগ পত্রে। অভিযোগটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে ঈদগাঁও থানার এএসআই লিমনকে। তিনি বিষয়টির তদন্ত কার্যক্রম শুরু করেছেন বলে জানিয়েছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে