বুলডোজার দিয়ে উপড়ে ফেলা হলো মুজিবের ভাস্কর্য

এফএনএস (টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিানাইদহ) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৩০ এএম
বুলডোজার দিয়ে উপড়ে ফেলা হলো মুজিবের ভাস্কর্য

ঝিনাইদহে বুলডোজার উপড়ে ফেলা হলো মুজিবের ভাস্কর্য। শহরের শিল্পকলা একাডেমির সামনে স্থাপিত শেখ মুজিবর রহমানের স্মারক ভাস্কর্যটি পুরোপুরি ভেঙে উপড়ে ফেলে ছাত্ররা। বৈষ্যম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা তারেক রেজার নেতৃত্বে এ ভাংচুর চালায় সাধারণ ছাত্ররা । গত ৫ আগস্ট ভাস্কর্য্যটিকে ভাঙার চেষ্টা করে ছাত্ররা কিন্তু অত্যন্ত মজবুত করে তৈরি হওয়ার কারণে তা সম্ভব হয়নি। বুধবার রাতে আরও একবার ভাঙার চেষ্টা করা হয়। কিন্তু তখনও ছাত্ররা ব্যর্থ হয়। এরপর তারা সেখানে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার বিকালে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। বৈষ্যম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা তারেক রেজা বলেন, ফ্যাসিষ্টদের কোনো ভাস্কার্য থাকতে পারে না এ নতুন বাংলাদেশে। যদি থাকে তাহলে নতুনভাবে প্রাপ্ত স্বাধীনতার সম্মান রক্ষা হয় না। ফ্যাসিজম কায়েম এ দেশে আর হবে না। তাই এ ভাস্কর্যগুলি ভেঙে ফেলা হচ্ছে।


আপনার জেলার সংবাদ পড়তে