বাঘায় আরও দুই আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:২৮ পিএম
বাঘায় আরও দুই আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

রাজশাহীর বাঘায় আরও দুই আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হরয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার কিশোরপুর হাজামপাড়া ও কেশবপুর গ্রামে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জানা গেছে, পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, কিশোরপুর হাজামপাড়া গ্রামে আবদুর রহমান ও কেশবপুর গ্রামের প্রদীপ কুমার মাস্টারসহ দুই আ.লীগ নেতার বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ ছাত্রজনতা। হামলা ও অগ্নিসংযোগের ঘটনার বিষয়ে আবদুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম তার নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, বিএনপির সন্ত্রাসীরা আমার বসতবাড়িটি পুড়িয়ে দিয়েছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাদের হেদায়েত দান করুন, আমিন। এ বিষয়ে প্রদীপ কুমার মাস্টার বলেন, একদল লোক এসে বাড়ির সামনে জড়ো হয়। তারপর তারা বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে তারা অগ্নিসংযোগ করে ঘটনাস্থল থেকে চলে যায়।  এদিকে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি শাহারিয়ার আলমের আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামের বাড়িতে বৃহস্পতিবার বেলা ১২টায় এবং দুপুরে দেড়টার দিকে চকছাতারি গ্রামে শাহারিয়ার আলমের সোয়েটার কারখানার প্রশিক্ষণ কেন্দ্রে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পরে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়েছে। বাঘা থানার ওসি আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে