আন্তর্জাতিক কীটনাশক ব্যবহার মুক্ত দিবস পালিত

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪৪ পিএম
আন্তর্জাতিক কীটনাশক ব্যবহার মুক্ত দিবস পালিত

মঙ্গলবার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা গ্রামে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর আয়োজনে রাসায়নিক কীটনাশকের ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব, টেকসই কৃষি ব্যবস্থার প্রচারের উদ্দেশ্যে নো পেস্টিসাইড ডে (ঘড় চবংঃরপরফব ঁংব উধু) বা কীটনাশক ব্যবহার  মুক্ত দিবসটি পালন করা হয়। ঘটলে এতে প্রায় ১৫,০০০ মানুষের মৃত্যু হয় এবং লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। গ্যাসটি ছিল মিথাইল আইসোসায়ানেট (গওঈ), যা কারখানার একটি ত্রুটিপূর্ণ সঞ্চালন ব্যবস্থার কারণে ছড়িয়ে পড়ে। এর পর থেকে ৩রা ডিসেম্বর “নো পেস্টিসাইড ডে” হিসেবে পালন করা হয়। দিবসটি কে কেন্দ্র একটি মানববন্ধন ও মুন্না রংদী এর সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উত্তর লেংগুরা কৃষিপ্রতিবেশ বিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক নারায়ন হাজং । দিবসটি পালনের লক্ষ উদ্দেশ্য ও তাৎপর্য় তুলে ধরেন বারসিক এর উপজেলা সমন্বয়কারী গুঞ্জন রেমা। এছাড়াও বক্তব্য রাখেন নাঈম আহমেদ, মোশাররফ হোসেন,  শহিদুল হক, নারায়ন হাজং, প্রমুখ।  বারসিক এর উপজেলা সমন্বয়ক গুঞ্জন রেমা বলেন "রাসায়নিক কীটনাশক আমাদের মাটি, পানি এবং জীববৈচিত্র্যে দীর্ঘমেয়াদে ক্ষতিকর প্রভাব ফেলে। এটি শুধু পরিবেশ নয়, মানবস্বাস্থ্যের জন্যও একটি বড় হুমকি। আমাদের এখন টেকসই কৃষি পদ্ধতির দিকে মনোযোগ দিতে হবে।" বক্তারা এই দিনে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নির্মাণে সকলের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা টেকসই কৃষি এবং নীতিনির্ধারণীদের সক্রিয় অংশগ্রহণকে এই পরিবর্তনের মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে