সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

এফএনএস (এ.এস.এম জুলফিকার রহমান; সরিষাবাড়ী, জামালপুর) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৪৬ পিএম
সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একদল উত্তেজিত জনতা ডা. মুরাদ হাসানের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং তার ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত করে। একই সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের বাড়িতেও হামলার ঘটনা ঘটে। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে