খানসামায় আ’লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাংচুর

এফএনএস (সিকান্দার আলী কাবুল; খানসামা, দিনাজপুর) : | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০২ পিএম
খানসামায় আ’লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাংচুর

সারা দেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ে বৈষম্যবিরোধী বিক্ষুব্ধ ছাত্র জনতার অগ্নিসংযোগ এবং ভাংচুরের ঘটনা ঘটে। ৬ই ফেব্রুয়ারী সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যর প্রতিবাদে পাকেরহাটে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের খানসামা উপজেলা কার্যালয়ে বঙ্গবন্ধুর মূরালসহ অফিস ভাংচুর,অগ্নিসংযোগ করে বিক্ষুদ্ধ ছাত্র জনতা । সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছাত্র জনতার ভিড় বাড়তে থাকে। পরবর্তীতে বিক্ষুব্ধ ছাত্রজনতা উপজেলা আওয়ামীলীগের কার্যলয় ভাংচুর শুরু করে এবং এক পর্যায়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে । কার্যলয়টি উদ্ভোধন করেছিলেন দিনাজপুর ৪ আসনের তৎকালীন সংসদ সদস্য, সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ।

আপনার জেলার সংবাদ পড়তে