মহাপ্রান যোগেন্দ্রনাথ মন্ডলের জন্ম দিবস উপলক্ষ্যে সভা

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : : | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:১৩ পিএম
মহাপ্রান যোগেন্দ্রনাথ মন্ডলের জন্ম দিবস উপলক্ষ্যে সভা

বরিশাল জেলার  আগৈলঝাড়া  উপজেলার  শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে  বৃহস্পতিবার বিকেলে বহুত্ববাদী রাজনীতিবিদ মহাপ্রান যোগেন্দ্রনাথ মন্ডলের ১২২ তম জন্ম দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহাপ্রান যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি যতিন্দ্রনাথ মিস্ত্রীর সভাপতিত্বে । বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাকেব এমপি জহির উদ্দিন স্বপন সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, যোগেন্দ্রনাথ মন্ডল ছিলে অবিভাক্ত ভারতের একজন নেতা। তিনি ছিলেন, নির্যাতিত, নিপীরত, শোষিত, অনুন্নত, শিক্ষঅ দীক্ষায় পশ্চদপদ, সামাজিক ভাবে অবহেলিত, দরিদ্র, অর্থক্লিষ্ট এবং রাজনৈতিক অধিকার বঞ্চিত শেণীর মানুষের সার্বিক ইন্নয়ন ও অধিকার আদায়ের আজীবন সংগ্রামী বীর ছিলেন মহাপ্রান যোগেন্দ্রনাথ মন্ডল। তিনি ১৯৪৩ সালে বাংলা প্রদেশের নাজিমুদ্দিন মন্ত্রী সভায় তিনি সমবয় ও ধনদান মন্ত্রনালয়ের মন্ত্রী নিযুক্ত হয়। ১৯৪৬ সালে তিনি সোহরার্দি মন্ত্রী সভায় বিচার, পূর্ত ও গৃহ নির্মান মন্ত্রনালয়ের মন্ত্রী নিযক্ত হয়। এছাড়াও তিনি ভারতের অন্তবর্তী কেন্দ্রীয় সরকারে মন্ত্রী সভায় আইন মন্ত্রনালয়ের দায়িত্ব গ্রহন করেন। ১৯৫০ সালে তিনি পাকিস্তানের আইন ও শ্রম মন্ত্রনালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছড়াও তিনি বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় দায়িত্ব পাল করেছেন। তার জন্ম এই অঞ্চলে। তিনি এই এলাকায় তিনি লেখাপড়া করেন। তিনি একজন মহানব্যক্তি। তার গুনের কথা বলে শেষ করা যাবে না। সভায় বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায় শিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্ন্া, যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি রক্ষা পরিষদ সাধারণ সম্পাদক দীনেষ চন্দ্র হালদার, সহ সভাপতি  ডাক্তার অমূল্যরতন বাড়ৈ, যোগেন্দ্রনাথ  মন্ডল গবেশক বীর মুক্তিযোদ্ধা  মজিদ সরদার,  শ্রীমতি বনানী বিশ্বাস, সাবেক  তথ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক সচিন্দ্রনাথ হালদার, গৌরনদী মহাপ্রান   যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক প্রমূখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে