মুন্সীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীদের সচেতনতা বৃদ্বি বিষয়ক তথ্য ও ভাতা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আঙিনায় বেসরকারী স্বোচ্ছাসেবী প্রতিষ্ঠান ”ব্যতিক্রম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের” উদ্যোগে,সেফ থ্যালাসেমিয়া’র আয়োজনে এ সামাজিক দায়বদ্ততা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি এডভোকেট মাহাবুব আলম স্বপন নভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আতাউল গণি ওসমানী বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা ডক্টরস আ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি ডা: মফিজুল ইসলাম,সিনিয়র কনসালটেন্ট ডা: নিজামউদ্দিন হেলাল সেফ থ্যালাসেমিয়া সভাপতি জাহিদুল ইসলাম জুবায়ের। অনুষ্ঠানে ২০ জন থ্যালাসেমিয়া রোগীর মধ্যে ৫০০/-টাকা হাওে ভাতা প্রদান কার্য্যক্রম উদ্বোধন করা হয়,এছাড়া অনুষ্ঠান চলাকালে বিনামূল্যে ব্লাড গ্রুপিং কায্যৃক্যম চালানো হয়।