চাঁদপুর সদর ও হাইমচরে বিএনপি'র কৃষক সমাবেশ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৫০ পিএম
চাঁদপুর সদর ও হাইমচরে বিএনপি'র কৃষক সমাবেশ

জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চাঁদপুর ৩ নির্বাচনি এলাকার চাঁদপুর সদর ও হাইমচরের ২০টি ইউনিয়নে একযোগে ইউনিয়ন কৃষকদলের আয়োজনে  কৃষক সমাবেশ ও বিনামূল্যে সার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোগে শুক্রবার বিকালে (০৭ ফেব্রুয়ারি ২০২৫ ) চাঁদপুর সদর  উপজেলার ১০ নং লক্ষ্ণীপুর ইউনিয়ন কৃষক দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক চাঁদপুর শাখার ব্যবস্থাপক মো. মনির হোসেন খান,চাঁদপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী,চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ নেতৃবৃন্দ। বহরিয়া শ্রীরামপুর গ্রামে অনুষ্ঠিত এই কৃষক সমাবেশের আয়োজন করে লক্ষ্ণীপুর ইউনিয়ন কৃষকদল। ইউনিয়ন কৃষকদলের সভাপতি  একাব্বর খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় ১০নং লক্ষ্ণীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু ভুঁইয়া সাধারণ সম্পাদক শহীদ বেপারী, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃর্ধা,সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু,সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ আলম খানসহ দিনটি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে কৃষক সমাবেশে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আওয়ামীলীগ সরকারের সময় কৃষি পণ্য উৎপাদনে সার বীজ নিয়ে ভোগান্তিতে ছিলেন কৃষকরা।বিগত সরকারের সময় সরকারি সার বীজ এলাকার আওয়ামীলীগের নেতাকর্মীরা ভাগ বাটোয়ারা করে নিয়ে প্রকৃত কৃষকদের বন্ঞ্চিত করেছে। ছাত্র- জনতার পাশাপাশি কৃষকদলের সর্বস্তরের নেতাকর্মীরা ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছাড়া করেছে। খাল খনন করে কৃষক ভাগ্য পরিবর্তন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ছিলেন প্রকৃত কৃষক বান্ধবী ও বাংলার রাখাল রাজা। তিনি বলেন,  দেশ তথা কৃষকের সার্বিক উন্নয়নে কৃষকদলের হাতকে শক্তিশালী করতে হবে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে কৃষি খাতের এবং কৃষকদের ভাগ্য উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন। কৃষকবান্ধব শহিদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত জাতীয়তাবাদী কৃষকদলের নেতা-কর্মীরা কৃষক ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবে। তিনি এই কার্যক্রমে সহযোগিতা করার জন্য মার্কেন্টাইল ব্যাংক কতৃপক্ষের  প্রতি ধন্যবাদ জানান। এই সমাবেশে স্থানীয় কৃষকদলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক কৃষক ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চাঁদপুর শাখার ব্যবস্থাপক মো. মনির হোসেন খান জানান,মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে এবং চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের ব্যবস্থাপনায় আমরা বিভিন্ন ইউনিয়নে ২০০০ বস্তা সার কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। আজকে শ্রীরামপুর গ্রাম থেকে বিভিন্ন ইউনিয়নে একই সময় এই সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন জেলা বিএনপির সভাপতি। তিনি বলেন,মার্কেন্টাইল ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি সামাজিক কর্মসূচিতেও  সহযোগিতা করে আসছে। বিগত বন্যার সময় আমরা মানিক ভাইয়ের মাধ্যমে ১২০০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী দিয়েছি। এখন আমাদের ব্যাংকের উদ্যোগে বিশেষ সি এস আর ফান্ডের আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও দরিদ্র কৃষকদের মাঝে সার দেয়া হচ্ছে। কেন্দ্রীয় দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চাঁদপুর জেলা সভাপতি এনায়েত উল্লাহ খোকন জানান, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করা লক্ষ্যে সারা দেশ ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চাঁদপুর জেলাতেও পর্যায়ক্রমে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সেই সাথে ৪ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার আজকে আমাদের প্রিয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক আমাদের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে