সুনামগঞ্জ সদরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিনজন।
শনিবার সকাল সাড়ে ৭টায় সদর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলার মাঝামাঝি আহসানমারা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
জয়কলস হাইওয়ে পুলিশের ওসি মো. আব্দুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সুনামগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে একটি বাস সিলেটের উদ্দেশ্যে রওয়ানা করে। পথে সিলেট থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালকসহ পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়ার পথে আলী নূর ও জমির হোসেন মারা যান। বাকিরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
শান্তিগঞ্জ থানার এসআই তুষারকান্তি দেব বলেন, খবর পেয়ে সকালে গিয়ে দেখি অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে পড়ে আছে। ঘটনার পরপর বাস নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ছাড়া আহতদের অবস্থাও আশঙ্কাজনক।
নিহতরা হলেন- সদর উপজেলার বেতগঞ্জ বাজার এলাকার রতনপুর গ্রামের ফিরিজ আলীর ছেলে আলী নূর এবং একই গ্রামের গোলাপ হোসেনের ছেলে জমির হোসেন (৩০)।
আহত আমির আলী, আলী আকবর এবং জনিক পালকে আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।