ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা জামিয়া কাসেমিয়া হুসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসার ৫৭তম বার্ষিক সভা উপলক্ষে তিনদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আছর থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মাদ্রাসা সংলগ্ন মাঠে এ মহা-সম্মেলনের আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি মুবারকুল্লাহর সভাপতিত্বে মহা-সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক।বিশেষ অতিথি ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান,বরুনা মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মুফতি ওলিউর রহমান হামিদী,বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহআমীন,সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিনুল করিম,কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মঈনুল ইসলাম খন্দকার। মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুস সাত্তারের সার্বিক তত্ত্বাবধানে মহা-সম্মেলনে মুফতি ফয়জুল্লাহ আশরাফী,আল্লামা আবদুল আহাদ,মাওলানা আবদুস সোবাহান আযহারী,আল্লামা আবু তাহের জিহাদী,আল্লামা আবদুল বাতেন কাসেমী,আল্লামা মুফতি সিবগাতুল্লাহ নুর, মুফতি ইউসুফ বিন ইকবাল,মুফতি সাইদুর রহমান সাঈদীর,মুফতি জালাল আহমদ কাসেমী,মুফতি খালেদ সাইফুল্লাহ নোমানী,মাওলানা সা‘আদ আমিন,হাফেজ মাওলানা আবদুর রহিম আল-হোসাইনী,মাওলানা মুর্শেদ কামাল,মাওলানা হাফিজুল্লাহ জাহাঙ্গীরসহ স্থানীয় ও বিভিন্ন স্থান থেকে আসা আরো অনেক ওলামায়ে কেরামগণ বয়ান করেন। মহা-সম্মেলনে নাক,কান,গলা বিশেষজ্ঞ সার্জন ডা: রোকন উদ্দিন ভূইয়া,ডা: আশরাফুল আমিন চৌধুরী,কুন্ডা ইউপি চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন ভূইয়া,উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি মোখলেছুর রহমান,মাওলানা শামছুদ্দিন আহমেদ,উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মো: গিয়াস উদ্দিন,মাওলানা ফখরুল ইসলাম,নুরুল হক তালুকদারসহ কাহেতুরা জামিয়া কাসেমিয়া হুসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মহা-সম্মেলনে মাদ্রাসার ৯ জন হাফেজকে পাগড়ী প্রদান করা হয়। সম্মেলনে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।