বরগুনার তালতলীতে চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি ও উপজেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফয়সাল সিকদারকে ষড়যন্ত্রমূলক ভাবে হত্যা মামলায় আসামি করা হয়েছে এবং তালতলী প্রেসক্লাবের সদস্য দৈনিক নয়া দিগন্ত পত্রিকার তালতলী উপজেলা প্রতিনিধি মো. ইউসুফ আলীর উপরে নৃশংস হামলার পর ষড়যন্ত্রমূলক চাদাবাজীর অভিযোগে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। শনিবার (০৮ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে উপজেলার সদর রোডে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তালতলী প্রেসক্লাবের সহ-সভাপতি মংচিন থান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, তালতলী টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক জলিল আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন, তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি হাইরাজ মাঝী, তালতলী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহা: আবুবকর সিদ্দিক, সাংবাদিক ফয়সাল সিকদারের মা হালিমা বেগম, স্ত্রী শাহানাজ বেগম, বোন সোহাগি আক্তার মারুফা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, শনিবার ০১ ফেব্রুয়ারী রাত ৮ টার দিকে উপজেলার কচুপাত্রা বাজারে আরাফাত খানকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় সাংবাদিক ফয়সাল সিকদারকে ষড়যন্ত্রমূলক ভাবে আসামি করা হয়েছে এবং শুক্রবার ৩১ জানুয়ারী উপজেলার শালিকখালি ইউনিয়নের আঙ্গার পাড়া গ্রামে জোরপূর্বক জমি দখলের সংবাদ সংগ্রহ করতে যায় সাংবাদিক ইউসুফ আলীসহ তিন জন সাংবাদিক। এসময় পুলিশের সামনে ভূমিদস্যু আ. সত্তারের নেতৃত্বে সাংবাদিকদের উপর নৃশংস হামলা চালায়। পরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করা হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে এসব হয়রানি মূলক মামলা থেকে সাংবাদিকদের অব্যাহতি দেওয়ার দাবি জানান বক্তারা। এসব হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। দ্রুত এসব মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়া নাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।