ঘোড়াঘাটে পিঠা উৎসব

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:১৪ পিএম
ঘোড়াঘাটে পিঠা উৎসব

দিনাজপুরের ঘোড়াঘাট ট্যালেন্ট প্রী ক্যাডেট স্কুলের উদ্যোগে শনিবার দিনব্যাপি পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিঠা উৎসবে ৬টি ষ্টল অংশ গ্রহন করে। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন। বক্তব্য শেষে তিনি পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন। স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আরব আলী জানান, অতি আধুনিকতার ছোয়ায় গ্রামবাংলার ঐতিহ্য পিঠা প্রায় হারিয়ে যেতে বসেছে। বর্তমান প্রজন্ম যেন আবারও সেই হারিয়ে যাওয়ার পিঠাপুলির স্বাদ গ্রহন করতে পারে এবং বিভিন্ন প্রকার পিঠার সাথে পরিচিত হতে পারে সেই লক্ষ নিয়েই আমরা এবার ২য় বারের মত পিঠা উৎসবের আয়োজন করেছি। উৎসব প্রাঙ্গন ঘুরে দেখা গেছে ছাত্র-ছাত্রী, অভিভাবক ছাড়াও এলাকার নারী-পুরুষ পিঠা উৎসবে যোগ দিয়ে কেউ দেখছেন আবার কেউ কেউ পিঠা ক্রয় করে নিয়ে যাচ্ছেন। এই পিঠা উৎসব চলবে সন্ধা পর্যন্ত।

আপনার জেলার সংবাদ পড়তে