কঞ্চিবাড়ীতে পৃথক উপজেলা বাস্তবায়নের দাবীতে সাংবাদিক সম্মেলন

এফএনএস (মোঃ ইমদাদুল হক; সুন্দরগঞ্জ, গাইবান্ধা) : | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৩৪ পিএম
কঞ্চিবাড়ীতে পৃথক উপজেলা বাস্তবায়নের দাবীতে সাংবাদিক সম্মেলন

গাইবান্ধার সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ীতে পৃথক উপজেলা বাস্তবায়নের দাবীতে সাংবাদিক সম্মেলন করেছেন উপজেলা বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ। শনিবার কঞ্চিবাড়ী ইউপি কমপ্লেক্স চত্ত্বরে এ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন- উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকার, সদস্য সচিব শ্রীপুর ইউপি চেয়ারম্যান মুকুল মিয়া, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুম, কাপাসিয়া ইউপি চেয়ারম্যান মঞ্জু মিয়া, শান্তিরাম ইউপি চেয়ারম্যান এ বি এম মিজানুর রহমান খোকনসহ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ। বক্তাগণ বলেন, কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রকে পুর্ণাঙ্গ থানাসহ ওই অঞ্চলের ৭ ইউনিয়নের মানুষের দুর্ভোগ লাঘবের জন্য কঞ্চিবাড়ীতে পৃথক উপজেলা অত্র অঞ্চলের মানুষের প্রাণের দাবী। এ দাবী বাস্তবায়ন হলে ৪ লক্ষাধিক মানুষ তাদের বর্তমান দূর্ভোগ থেকে রেহাই পাবে।

আপনার জেলার সংবাদ পড়তে