নোয়াখালীর চৌমুহনীতে রহমান মটরসের আয়োজনে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর সার্বিক দিকনির্দেশনায় বর্ণাঢ্য রেলি ও মেগা সার্ভিস ক্যাম্পেন অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে আয়োজন স্থলে গেটের পিতা কেটে উদ্বোধন করেন বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শিক্ষক আব্দুর রহিম। ৯ টা থেকে প্রায় ৪০০ বাইকার রেজিষ্ট্রেশন করে রেলিতে অংশগ্রহণ করে। রেলিটি চৌমুহনীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেগমগন্জ সরকারি পাইলট স্কুল মাঠে এসে মেগা সার্ভিস ক্যাম্পেইনে অংশ গ্রহণ করে।দিনব্যাপী আয়োজনে ছিল ফ্রি হন্ডা সার্ভিস, হেলথ চেকআপ, পিঠা উৎসব, বিভিন্ন ধরনের খেলা সহ নাস্তা ও দুপুরের লান্স। এ সময় কোম্পানির বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন রহমান মটরস এর স্বত্বাধিকারী (হোন্ডা কোম্পানির ডিলার) নূর রহমান, কোম্পানির সার্ভিস হেড সাইদুর রহমান মজুমদার, উপস্থিত ছিলেন সার্ভিস রিজিওনাল ম্যানেজার আবুল কালাম, সেলস রিজিওনাল ম্যানেজার আরাফাত হোসেন। তাদের সম্মানিত গ্রাহক একাত্তর টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।