শেরপুরে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৩৪ পিএম
শেরপুরে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ

শেরপুরে বনভোজনের বাসে থাকা এক মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার ও শনিবার দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১০জন। পরে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পাঁচজনকে আটক করে। এলাকাবাসী জানান, শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরীরচর এলাকায় শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশে একটি সূর্যমুখীর বাগানে দর্শনার্থীদের ভিড়ে যানজট সৃষ্টি হয়। শুক্রবার সন্ধ্যায় যানজটে আটকে থাকা বনভোজনের বাসে এক মেয়েকে উত্ত্যক্ত করে সদরের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের এক যুবক। পরে কান্দাশেরীরচর গ্রামের কয়েকজন যুবক মিলে ওই উত্ত্যক্তকারীকে মারধর করে। এরপর কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের লোকজন খবর পেয়ে দলবেঁধে কান্দাশেরীরচর গ্রামে হামলা চালালে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এসময় কুসুমহাটি বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও একটি মোবাইলের দোকানে লুটপাটের ঘটনা ঘটে। এদিকে, শনিবার সকাল থেকে মাইকিং করে কান্দাশেরীরচর ও কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের দু’পক্ষ কুসুমহাটি বাজারে শেরপুর-জামালপুর সড়কের দুইপাশে অবস্থান নেওয়া শুরু করলে আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এসময় শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে লোকজন সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। শেরপুর পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের এখনও হয়নি। রাতে দুই গ্রাম প্রস্তুতি নিয়েছিলো আমরা সরিয়ে দিয়েছি। আজ শনিবার সকাল থেকে দুই গ্রামের লোকজন মাইকিং করে জড়ো হওয়ার চেষ্টা করলে সেনাবাহিনীর সহায়তায় তাদের সরিয়ে দিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে