বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণসভা

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৪, ১০:০৫ পিএম
বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণসভা

বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। খলিলুর রহমান ডিগ্রী কলেজের আয়োজনে রবিবার দুপুর ১২ টায় অত্র কলেজ চত্বরে এ স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খলিলুর রহমান ডিগ্রী কলেজের সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম মিয়া, বিএনপি নেতা মোঃ ইকবাল হোসেন শেখ ও মোঃ শিমুল শেখ প্রমুখ। অধ্যাপক মোঃ মনিরুজ্জামান সাহিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষকগণ, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধী প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে