স্বচ্ছ প্রক্রিয়ায় ছাত্র প্রতিনিধি কমিটি গঠনের লক্ষ্যে পরীক্ষা অনুষ্ঠিত

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:২৭ পিএম
স্বচ্ছ প্রক্রিয়ায় ছাত্র প্রতিনিধি কমিটি গঠনের লক্ষ্যে পরীক্ষা অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার উদ্যোগে আশাশুনি ও শ্যামনগর উপজেলায় স্বচ্ছ প্রক্রিয়ায় ছাত্র প্রতিনিধি কমিটি গঠনের লক্ষ্যে লিখিত পরীক্ষা, মৌখিক (ভাইভা) ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল সেন্টার মিলনায়তনে আশাশুনি উপজেলা কমিটির কার্যক্রম সম্পন্ন হয়। দুপুরে শ্যামনগর উপজেলা কমিটির জন্য একই প্রক্রিয়া অনুসরণ করা হয়।  আশাশুনির ১৫ এবং শ্যামনগর উপজেলার ২৫ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন, যারা ছাত্র কমিটিতে স্থান পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের লিখিত পরীক্ষা ও ভাইভা শেষে ভোট গ্রহণের মাধ্যমে কমিটির সদস্য নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক আরাফাত হোসাইন, মুখ্য সংগঠক আল শাহরিয়ার, মুখপাত্র মোহিনী তাবাচ্ছুম, সংগঠক হাসিবুল হাসান রুমন, যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ ও মিজানুর রহমান, যুগ্ম সদস্য সচিব নাজমুল হাসান রনি এবং রিজাউন পারভেজ। আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্য দূরীকরণে যোগ্য নেতৃত্ব তৈরি করা আমাদের প্রধান লক্ষ্য। আশাশুনি ও শ্যামনগরের ছাত্র প্রতিনিধিদের মধ্যে থেকে দক্ষ নেতৃত্ব বেছে নেওয়ার জন্য আমরা লিখিত, মৌখিক এবং ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন করেছি। তবে চূড়ান্তভাবে কে কোন পদে আসবে, তা এখনই জানানো হবে না। নির্বাচিতদের ৮ দিন পর্যবেক্ষণে রাখা হবে, এরপর তাদের চূড়ান্ত দায়িত্ব দেওয়া হবে। তবে আজই ভোটের ফলাফল ঘোষণা করা হচ্ছে না।

আপনার জেলার সংবাদ পড়তে