নতুন করে গ্রেফতার আনিসুল-পলক-মেনন-ইনু

এফএনএস
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৪, ১০:২২ পিএম
নতুন করে গ্রেফতার আনিসুল-পলক-মেনন-ইনু

ফের হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার সকালে আসামিদের ঢাকার সিএমএম আদালতে তোলা হলে একাধিক মামলায় গ্রেফতার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন বিচারক।

এছাড়া পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় মিরপুরের সাবেক কাউন্সিলর জামাল মোস্তফা ও ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জামানকে তিন দিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

পাশাপাশি একাধিক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও দুইজন পুলিশ সদস্যকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।


আপনার জেলার সংবাদ পড়তে