কুষ্টিয়ার দৌলতপুর থানার হোগল বাড়ীয়ার সাদিপুর গ্রামের মৃত আব্দুল মোতালেব এর পুত্র আব্দুল মান্নানকে পূর্ব শত্রুতা জের ধরে তার ছোট ভাই আব্দুল হান্নান সহ আরো ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি আব্দুল মান্নান মোটরসাইকেল যোগে অফিস থেকে বাড়ি ফেরার পথে তাকে গতি রোধ করে তার কাছে নগদ ৬০০০০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে ধারালো হাত কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জ খম করে। পরে এলাকা বাসি আব্দুল মান্নান উদ্ধার করে রাতে দৌলতপুর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কা জনক। এ ব্যাপারে আব্দুল মান্নানের স্ত্রী মোসাম্মৎ সাহানাজ আশরাফী বাদি হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেছে গতকাল।