মহেশপুর সীমান্তে মদ-ফেনসিডিলসহ ১২ বাংলাদেশিকে আটক

এফএনএস (টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ): | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:২৭ পিএম
মহেশপুর সীমান্তে মদ-ফেনসিডিলসহ ১২ বাংলাদেশিকে আটক

মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এছাড়া পৃথক অভিযানে ১৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার উদ্ধার করা হয়েছে।শুক্রবার ও শনিবার দুপুরে এসব অভিযান চালানো হয়। শনিবার মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ কুমিল্লাপাড়া,বাঘাডাংগা,পলিয়ানপুর এবং কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ১২ জন বাংলাদেশী নাগরিককে অবৈধ ভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। শুক্রবার রাতে বেনীপুর বিওপির সদস্যরা হরিহরনগর গ্রাম থেকে ৪৫ বোতল ও নতুনপাড়া বিওপি সদস্যরা নতুনপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা ১২ জন বাংলাদেশী নাগরিক আটক হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে