ডাকসুর ভিপি ও গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নূর বলেছেন 'যাঁরাই ক্ষমতায় যায়, ক্ষমতাকে কুক্ষিগত করতে তারাই স্বৈরাচার হয়ে যায়। অসংখ্য নিরীহ নিরপরাধ ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে আমরা পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি। তাই পুরাতন রাজনীতির সংস্কৃতি ভুলে যেতে হবে আমাদের। রাজনৈতিক দল গুলোকে গণতান্ত্রিক মনোভাব পোষণ করতে হবে। বিগত দিনে আমরা দেখেছি কেউ ভারত পন্থী, কেউ চীন পন্থী, কেউ পাকিস্তান পন্থী, কেউ মার্কিন পন্থী, এসব পন্থী বাদ দিয়ে আমাদেরকে বাংলাদেশ পন্থী হতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে একযুগে কাজ করতে হবে।'' শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদর ঈদগাঁহ মাঠে এক গনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। গন অধিকার পরিষদ পাকুন্দিয়া উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদ পাকুন্দিয়া উপজেলা শাখার আহবায়ক শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান, সহ-সভাপতি শফিকুল ইসলাম, হাসান আল মামুন, গনমাধ্যম সম্পাদক আবু হানিফ, কিশোরগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন, পাকন্দিয়া উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মাহফুজ, সদস্য সচিব মাহমুদুল হক সুমন প্রমুখ।