ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক পথচারী পুরুষ (৪০) নিহত হয়েছে। গেল শনিবার দিনগত রাত দেড়টা দিকে মহাসড়কের চর বাউশিয়া এলাকায় সজীব পাম্প সংলগ্ন কুমিল্লা মুখী সড়কে এই ঘটনা ঘটে। ওই পথচারীর পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। এদিকে আজ রোববার সকাল ৮ টার দিকে মহাসড়কের ভিটিকান্দি বাস স্ট্যান্ড এলাকায় দাড়িয়ে থাকা দুই ব্যক্তিকে উল্টো পথে আসা অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুইজন আহত হয়। আহত দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত দেড়টার দিকে চর বাউশিয়া এলাকায় সড়ক পারাপারের সময় দূরপাল্লার একটি গাড়ি লোকটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ওই লোকটি মারা যায়। খবর পেয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এবিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান,অজ্ঞাত লাশটি আমাদের হেফাজতে রাখা হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে।