নোয়াখালী হাতিয়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার নলচিরা ইউনিয়নের দাসপাড়া বাজারে মন্দির মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নলচিরা ইউনিয়ন কৃষকদল এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে নলচিরা ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো:কেফায়েত উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা কৃষকদলের আহবায়ক ফজলে এলাহী ভিপি পলাশ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাছউদুর রহমান বাবর। বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিলাতের রহিম মিল্লাত, উপজেলা কৃষকদলের আহবায়ক মো: আব্দুর রব, উপজেলা যুবদলের সভাপতি মোজাম্মেল হোসেন আজাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: ফাহিম উদ্দিন, কৃষকদলের সদস্য সচিব মো: নুরুল ইসলাম হকসাবসহ অনেকে। এসময় উপস্থিত ছিলেন নলচিরা ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা সহশ্রাধিক কৃষক ও বিএনপির কর্মীর সমর্থকরা। সমাবেশে বক্তারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিভিন্ন ইউনিয়নে কৃষকদের নিয়ে এই সমাবেশ করা হচ্ছে। গ্রাম পর্যায়ের কৃষকদের সংঘঠিত করার লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।