বগুড়ার শেরপুরের শালফা, বোয়ালমারী ও ভাতারিয়া গ্রামের যুব সমাজের উদ্যোগে ভস্তা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮ ফেব্রুয়ারী শনিবার রাতে সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন খামারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান, খামারকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন, খানপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এরশাদ আলী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খানজাহান আলী, ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম হোসেন প্রমূখ। আলোচনা শেষে মনোমুগ্ধকর পরিবেশে শহীদ কারবালা নাটক পরিবেশিত হয়।