দিনাজপুরের সরকারী ডাকবাংলোটি যে কোন মুহুর্তে ধ্বসে পড়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। বৃটিস আমলে চুন সুড়কি দিয়ে নির্মিত ডাকবাংলোটি যুগের পর যুগ ধরে অবহেলা আর অযত্নে এখন এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় ৩বিঘা জমির উপর দুই কক্ষ বিশিষ্ট বাংলোটি দিনাজপুর জেলা পরিষদের অধিনে থাকলেও এর কোন প্রকার সংস্কার বা পুনঃনির্মান করা হয়নি। বিগত সরকারের আমলে এটি ভেঙ্গে নির্মান করার জন্য অর্থ বরাদ্দ হলেও অজানা কারনে এর নির্মান কাজ স্থগিত করা হয়। পতিত সরকারের দোসর জেলা পরিষদের চেয়ারম্যান নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন ক্ষমতায় থাকাকালে ঘোড়াঘাটের বাংলোটি ভেঙ্গে নতুন ভবনের টাকা বরাদ্দ হলেও তার ভাতিজা ্সাবেক এমপি শিবলী সাদিকের কারনে আর ভবনটি আশার আলো দেখতে পারেনি। ঘোড়াঘাটে পাশ্ববর্তি হাকিমপুর,নবাবগঞ্জ ও ফুলবাড়ীতে নতুন ভবন হলেও ঘোড়াঘাটের ভবনটি আজো অবহেলা ও পরিত্যাক্ত অবস্থায় আছে। এই ভবনে বিভিন্ন সময় সরকারী ও বেসরকারী লোকজন ভাড়া হিসেবে রাত্রী যাপন করত। বাংলোটিতে বসবাসের অযোগ্য হওয়ায় বর্তমানে সরকার রাজস্ব হারাচ্ছে এ ছাড়াও ভবনটির বাউন্ডারী দেওয়ালের ইট নিত্য দিন রাতের আধারে খুলে নিয়ে যাচ্ছে দুষ্কৃতিকারীরা । ভবনটি ভেঙ্গে নতুন একটি আধুনিক ও বাসযোগ্য বাংলো গড়ে তোলার জন্য প্রয়োজীয় পদক্ষেপ গ্রহন করতে হবে।