কাহারোলে ভূট্রা চাষের লক্ষ্যমাত্রা অতিক্রমের সম্ভবনা

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:০৪ পিএম
কাহারোলে ভূট্রা চাষের লক্ষ্যমাত্রা অতিক্রমের সম্ভবনা

দিনাজপুরের কাহারোল উপজেলা ৬টি ইউনিয়নে এবার ভূট্রা চাষে লক্ষ্যমাত্রা অতিক্রম করে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। শীর্তের প্রকোপ কম থাকা সঠিক সময়ে বৃষ্টি রোদ্রের প্রখরতা না থাকায় ভূট্রার ফলন ভালো হওয়ার আশা করছেন কৃষকেরা। আবহাওয়া অনুকুলে থাকায় এবার ভূট্রা চাষে ঝুকে পড়েছেন কৃষকেরা। এবার ভূট্রার বাম্পার ফলনে আশাবাদী কৃষকেরা। অনুকুল আবহওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে আগ্রহ সৃষ্টি হওয়ায় সল্প খরচে যথাসময়ে কৃষকেরা এবার ভূট্রার বাম্পার ফলন পাবেন বলে আশা করছেন উপজেলার কৃষকেরা। ভূট্রা চাষে খরচ কম অথচ ফলন ও দাম বেশী পাওয়ায় গত বছরের মত এবারও ভূট্রা চাষে কৃষকেরা আগ্রহ দেখাচ্ছেন। এবার বাজারে ভূট্রার দাম বেশী পাওয়ায় বিভিন্ন এলাকায় ভূট্রা চাষ বেশী হয়েছে গতবারের চেয়ে এবার বেশী। ভূট্রা চাষের মাধ্যমে পাল্টে যাচ্ছে এই উপজেলার মানুষের জীবন যাত্রা। কাহারোল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে চলতি মৌসমে উপজেলায় ১১ হাজার ৮৯০ হেক্টর জমিতে ভূট্রা চাষের লক্ষ্যমাত্র নির্ধারন করা হয়েছে। আলু উত্তোলন হলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে কৃষি বিভাগ মনে করছেন। গত বছর প্রতি হেক্টরে উৎপাদনের লক্ষ্য নির্ধারন করা হয়েছিল ১১ দশমিক  ৯৯ মেট্রিক টন ভূট্রা। উপজেলার কাজি কাটনা গ্রামের কৃষক আলী হোসেন বলেন, আমাদের এখানে ধানের চাষ বেশী । তবে ভূট্রা চাষ লাভজনক হওয়ায় এবার নতুন করে ভূটা চাষ শুরু করলাম। একই এলাকার কৃষক মোঃ শরীফ বলেন, ভূট্রা চাষ করে কৃষকেরা লাভবান হয় তাই ভূট্রা চাষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে উপজেলায়। উপজেলার বিভিন্ন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে ধান চাষে খরচ বেশী লাভ কম হওয়ায় আমরা ভূট্রা চাষে আমরা আগ্রহ হয়েছি। তবে, সার, কীট নাশকের নাম যদি সহনীয় পর্যায়ে থাকতো তাহলে লাভ আও বেশী হতো। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষি বিদ মল্লিকা রানী সেহানবীশ বলেন, ভূট্রা সহ সব ধরনের ফসল উৎপাদনে আমরা কৃষকদের অধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বদ্ধ করছি। কৃষকেরা যেন সহজে কৃষি উপকরন পান সেই জন্য বীজ, সার, কীটনাশক ও তেলের জন্য স্বার্বক্ষনিক মনিটরিং করছি। এবার বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে ভূট্রার। উপজেলায় ভূট্রা চাষের মাধ্যমে কৃষকেরা কৃষিতে বিপ্লব ঘটানোর চেষ্টা করছে। কৃষি বিভাগ নিরলশ ভাবে কাজ করছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে