কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তর ওপারে ভারতীয় দাললা চক্রের মাধ্যমে দৌলতপুর সীমান্ত পথে অবৈধ ভাবে অনুপ্রবেশ কালে ৭ বাংলাদপী নাগরিক কে বি,এস,এফ আটক করে ভারতের মুরশিদাবাদ জেলার জলংগী থানায় সোপর্দ করেছে বি,এস,এফ। আটককৃতরা হচ্ছে দৌলতপুর সীমান্তর লিটন,হামিদুল,মাহাবুল,জালাল,রতন,রনি ও রুপচান।এরা সবাই ভারতের কেরালা থেকে ফিরছিলো। ভারতের বাউশমারী মধুগাড়ী কাম্পের বি, এস,এফ সদস্যরা তাদের আটক করে।