ঝিকরগাছায় পৃথক দু'টি সংঘর্ষের ঘটনায় আহত ২০

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৫৮ পিএম
ঝিকরগাছায় পৃথক দু'টি সংঘর্ষের ঘটনায় আহত ২০

যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের মল্লিকপুর গুচ্ছগ্রামে মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৭ জন এবং রাস্তায় মাটি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গঙ্গানন্দপুর ইউনিয়নে সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। ৮ ই ফেব্রুয়ারি শনিবার রাতে এবং রোববার (৯ ফেব্রুয়ারী) সকালে পৃথক দুটি স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, কিছুদিন ধরে গুচ্ছগ্রামের ২ পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই মধ্যে শনিবার (৮ ফেব্রুয়ারী) রাতে নিলের মেয়ে পপি(২২) এর সাথে একই গ্রামের আমজাদের ছেলে জুয়েল (২৭) এর বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের জের ধরে দ্বন্দ্বের পিন্টুর সাথে পিয়ালের কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন হাসুয়া, রামদা, লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের সংঘর্ষের ১৬/১৭ জন আহত হন। গুরুতর আহতরা হলেন - আব্দুল মান্নানের ছেলে  পিন্টু(৩০), ভুলু (৪০), মিন্টু(৩৫), পিন্টুর স্ত্রী রুবিনা খাতুন(২৫), বুলু হোসেন এর  ছেলে রিয়াদ হোসেন(৩২), মনছুর আলীর ছেলে আনোয়ার হোসেন(৫০), কুরবান আলীর ছেলে জীবন হোসেন (৩২), মনির হোসেন এর ছেলে পিয়াল হোসেন(২৩), নাছির হোসেনের ছেলে মহসিন আলম (২৮), আলা বক্সের ছেলে ছলেমান (৫৫), মৃত আলী আহম্মদ এর ছেলে হালিম (৪৮), আবদুল গনির ছেলে হাসান (৩১) সহ বেশ কিছু মানুষ। আহতদের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতরা চিকিৎসা নিলেও, গুরুতর আহত অবস্থায় ৪/৫ জনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যদিকে রোববার (৯ ফেব্রুয়ারী) দুপুরে গঙ্গানন্দপুর ইউনিয়নের আটুলিয়া গ্রামের মফিজুর মেম্বারের বাড়ির সামনে রাস্তার উপর মাটি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। একটি ভাঙা রাস্তা মেরামতের জন্য মাটি কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আটুলিয়া গ্রামের মৃত কওছার আলীর দুই ছেলে আশরাফুল ইসলাম (৩৮) ও মিলন হোসেন(৪০) এবং আব্দুর রহমানের ছেলে আনারুল ইসলাম(৪৫) গুরুতর আহত হন। আহতদেরকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, পৃথক দুটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আপনার জেলার সংবাদ পড়তে