কালিগঞ্জে পিঠা ও তারুণ্যের উৎসব উদযাপন

এফএনএস (নিয়াজ কওছার তুহিন; কালিগঞ্জ, সাতক্ষীরা) : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০৫ পিএম
কালিগঞ্জে পিঠা ও তারুণ্যের উৎসব উদযাপন

সাতক্ষীরার কালিগঞ্জে মৌতলা শিমু-রেজা এমপি কলেজে ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সাথে সাথে তারুণ্যের শক্তি, আবেগ এবং উদ্যোগী চেতনাকে ধারণ করে পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে তারুণ্যের উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা, পিঠা উৎসব ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে অনুষ্ঠানে অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৫ আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম ও সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি কাজী আলাউদ্দিন। এ সময় ভুরুলিয়া নাগবাটী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস.এম হাফিজুর ইসলাম, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনায়ারুল ইসলাম, মৌতলা ইউনিয়ন পরিষদের সদস্য ফয়সাল কবীর, মৌতলা ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার নুরুল হক, কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য স.ম মাহবুব এলাহী, বিশিষ্ট ব্যবসায়ী শেখ জাহাঙ্গীর আলমসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।