দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি হাফিজুর রহমান বলেছেন, দেশের সব সংকটে বিএনপি ছিল। তাই মানুষ এখনও বিএনপি’র ওপর আস্থা রেখেছে। জনগণ বিশ্বাস করে আগামীতে ভালো কিছু করতে হলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বেই হবে। বিএনপি রাষ্ট্রক্ষমতার দায়িত্ব পেলে মানুষের কল্যাণে কাজ করবে। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। বর্তমানে রাষ্ট্র মেরামতের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করছেন। আগামী দিনে জনগণের রায়ে বিএনপি রাষ্ট্রক্ষমতার দায়িত্ব পেলে মানুষের কল্যাণে কাজ করবে। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) কালিতলা আরজু পাঠাগার চত্বরে দিনাজপুর পৌর ৫নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপি’র সহ-সভাপতি শিল্পপতি আলহাজ্ব মো. হাফিজুর রহমান এ কথা বলেন। ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাসিব উদ্দিন আহম্মদ হাশিমের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া ও জেলা বিএনপি’র যুবদলের আহবায়ক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ। ৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী সাদা’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, ত্রাণ বিষয়ক সম্পাদক লিটন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলামসহ পৌর ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।