জাতীয় পার্টিকে সুসংগঠিত ও তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে দেশব্যাপী জাতীয় তরুণ পার্টির কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মণিরামপুর উপজেলার জাকির হোসেন বাবু। শনিবার দুপুরে এক মতবিনিময় সভায় তিনি কন্ঠ ভোটে নির্বাচিত হন। জাকির হোসেন বাবু জাতীয় তরুণ পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন মণিরামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এ হালিম, সাধারণ সম্পাদক এ্যাড. হাবিবুর রহমান, যশোর জেলার সাবেক সভাপতি প্রবীন আইনজীবি এ্যাড. মাহবুব আলম বাচ্চু, এ্যাড. সিরাজুল ইসলাম লেন্টু, জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, উপজেলা জাতীয় পার্টির নেতা বজলু রহমান, মফিজুর রহমান, ছাত্র সমাজের সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। বাবু মণিরামপুর পৌরসভার দূর্গাপুর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র। তিনি এর আগে মণিরামপুর উপজেলা ছাত্র সমাজের সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন।