শেরপুরে হোরাইনসহ কারবারি আটক

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৪৯ পিএম
শেরপুরে হোরাইনসহ কারবারি আটক

শেরপুরে ১০৪ গ্রাম হেরোইনসহ মো. নুরুল হোদা (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব । শনিবার বিকেলে শেরপুর পৌরসভার গৃদ্দানারায়ণপুর এলাকা থেকে তাকে আটক করে। নুরুল হোদা রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী এলাকার মোঃ আব্দুর রশিদের ছেলে। জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পৌরসভার গৃদ্দানারায়ণপুর নিউমার্কেট ২য় গেইট মোড়ে থেকে শেরপুর জেলা সদর হাসপাতালগামী পাকা রাস্তার দক্ষিণপাশে যমুনা মটরস নামক গাড়ীর পার্টসের দোকানের সামনে অভিযান চালায়। এসময় মাদক কারবারি নুরুল হোদাকে আটক করে। পরে তার কাছে রক্ষিত ১০৪ গ্রাম হেরোইন ও নগদ ২৪ হাজার ৩৬০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য ১০ লাখ ৪০ হাজার টাকা। এছাড়াও তার কাছ থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) জুয়েল চাকমা পিপিএম সেবা বলেন, আটক মাদক কারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সে বিভিন্ন জায়গা থেকে মাদকদ্রব্য কিনে বাংলাদেশের বিভিন্ন জেলা গুলোতের দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল। পরে তাকে সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে