আবার ও মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ১৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এছাড়া পৃথক অভিযান চালিয়ে ৩৫৬ বোতল ভারতীয় মদ ও ফেনসিডিল জব্দ করা হয়। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের আটক মাদক দ্রব্য উদ্ধার করা হয়।মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা বাঘাডাঙ্গা ও পলিয়ানপুর এলাকায় অভিযান চালিয়ে ১৯ বাংলাদেশিকে অবৈধ ভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এলাকায় অভিযান চালিয়ে ১০১ বোতল ভারতীয় মদ, ২৫৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৭৩টি কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ২৩২টি ভারতীয় চশমা উদ্ধার করে বিজিবি। বর্তমানে প্রায়দিনই অবৈধ অনুপ্রবেশকারি ফেনসিডিল,মদসহ বিভিন্ন মালামাল আটক হচ্ছে। গত শুক্রবার ও শনিবার দু,দিনে ফেনসিডিল, মাদকসহ ১২ জন কে আটক করেছিল। ফলে তিন দিনে ৩১ জন কে আটক করেছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।