ভেড়ামারায় ড্রাম ট্রাকের নীচেই পিষ্ট হলেন হেলপার

এফএনএস (শাহ্ জামাল; ভেড়ামারা, কুষ্টিয়া) : | প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:১৯ পিএম
ভেড়ামারায় ড্রাম ট্রাকের নীচেই পিষ্ট হলেন হেলপার

কুষ্টিয়ার ভেড়ামারায় ড্রাম ট্রাকের নীচেই পিষ্ট হয়ে মারা গেলেন হেলপার। আজ সোমবার ভোরে ড্রাম ট্রাকের নীচে শুয়ে মেরামতের কাজ করার সময়, অপর একটি ঘাতক ড্রাম ট্রাক তাকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই নিহত হয় হেলপার ইলিয়াস আলী (২২)। সে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জীবননগর গোকুলনগর গ্রামের ইসমাইল হোসেনের পুত্র। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে লালন শাহ সড়ক সেতুর ঢালে। এসময় গুরুত্বর আহত হয়েছে ৩ জন। তাদের কে পাবনা হাসপাতাল এবং ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সূত্র জানিয়েছে, পাথর বোঝায একটি ড্রাম ট্রাক লালন শাহ্ সডক সেতু অতিক্রম করে ভেড়ামারার অভিমুখে আসছিলেন। এ সময ব্রিজের ঢালে নামতেই ট্রাকটি বিকল হয়ে পড়ে। ব্রীজের এক পাশে ট্রাকটি দাঁড় করিয়ে ট্রাকের নীচে শুয়ে মেরামতের কাজ করছিলেন ড্রাম ট্রাকের হেলপার ইলিয়াস আলী। এসময় লালন শাহ সড়ক সেতু অতিক্রম করে ভেড়ামারার দিকে আসছিলেন আরেকটি ঘাতক ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকটি কে স্বজোরে ধাক্কা দিয়ে ট্রাকের নিচে থাকা হেলপার ইলিয়াস আলীকে পিষ্ট করে। ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের কে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পাবনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে