বগুড়ার শেরপুরে ডেভিল হান্ট অভিযানে ৯ ফেব্রুয়ারী রাত ১ টার দিকে গুয়াগাছি এলাকা থেকে উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম আইয়ুব খান (৫৭) ও খামারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইউপি সদস্য রফিকুল ইসলাম (৩৩) কে আটক করেছে পুলিশ। জানা যায়, গত নভেম্বর মাসের ১৫ তারিখে শেরপুর থানায় দায়ের করা জিআর মামলার (৩১৮/২০২৪) তদন্তেপ্রাপ্ত আসামী সুঘাট ইউনিয়নের গুয়াগাছি গ্রামের মৃত গোলম রহমান খানের ছেলে উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম আইয়ুব খান কে তার নিজ বাড়ি থেকে ও খামারকান্দি ইনিয়নের খামারকান্দি দহপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলী প্রামানিকের ছেলে ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য রফিকুল ইসলাম কে গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ি বাজার থেকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, আটককৃত মাসুদ রানা ও আমিনুল ইসলাম কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।