সীতাক্ণ্ড প্রেসক্লাব মিলনায়তনে জৈষ্ঠ সাংবাদিকে সংবর্ধনা প্রদান

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৭ পিএম
সীতাক্ণ্ড প্রেসক্লাব মিলনায়তনে জৈষ্ঠ সাংবাদিকে সংবর্ধনা প্রদান

দৈনিক আমার দেশ পত্রিকা চট্টগ্রাম আবাসিক সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও চট্টগ্রাম প্রেসক্লাবে সদস্য সচিব জাহেদুল করিম কচি সংবর্ধিত হলেন। আজ ১০ জানুয়ারি সোমবার দুপুর ১টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ জৈষ্ঠ সাংবাদিকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি বলেন, সীতাকুণ্ড প্রেসক্লাব আজ থেকে আওয়ামীলীগের দোসর  মুক্ত হয়েছে। এখন সাংবাদিকরা তাঁদের মর্যাদা ফিরে পাবেন এবং মত প্রকাশের স্বাধীনতা উন্মুক্ত কহেছে। তিনি আরো বলেন, ক্রমান্বয়ে এক এক করে দেশের সবখানে আওয়ামীলীগের দোসর মুক্ত হবে। প্রেস ক্লাবের আহবায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব সোলাইমান মেহেদী ও যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিএসসি'র যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির প্রভাবশালী সদস্য সাবেক ছাত্রনেতা জহুরুল আলম জহুর, সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ইউসুফ নিজামী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি আ ফ বোরহান সহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত সাংবাদিকরা। সীতাকুণ্ড প্রেসক্লাবের মিলনায়তনকে চট্টগ্রামের প্রথম "শহিদ ওয়াসিম আকরাম হল " নামকরণ করা হয়। প্রধান অতিথি ফিতা কেটে এ হলরুমের ফলক উন্মোচন করেন। এ সময় দুস্তদের মাঝে সংবর্ধিত অতিথি কম্বল বিতারন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে