কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক খুলনা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। গত শনিবার খুলনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চলতি বছরের জানুয়ারী মাসে জননিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভুমিকা রাখা, সুন্দরবনের জীব বৈচিত্র রক্ষায় কার্যকর অভিযান পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরত্বপূর্ণ অবদান এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসাবে তিনি খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ভাল কাজ করায় খুলনা জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন এম রাজেত আলী। ভাল কাজের স্বীকৃত স্বরুপ নির্বাচিত কর্মকর্তাদের সম্মাননা স্মারক,সনদপত্র এবং নগদ অর্থ প্রদানের মাধ্যমে পুরস্কৃত করেন খুলনা জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন। এসময় পুলিশের উর্দ্ধতন কর্মকতার্বৃন্দ উপস্থিত ছিলেন। কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক কয়রার আইনশৃঙ্খলা ভাল রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।