কালীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে হেলথ ক্যাম্পেইন

এফএনএস (মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর) : | প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:২০ পিএম
কালীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে হেলথ ক্যাম্পেইন

 গাজীপুরের কালীগঞ্জে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে কালীগঞ্জ বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলিক এসিড ও আয়রণ ট্যাবলেট বিতরণ করা হয়। কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মনজুর এ এলাহী। এই সময় কালীগঞ্জ বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার আব্দুর রউফ,কালীগঞ্জ পৌর প্রশাসনিক কর্মকর্তা মাসুদুজ্জামান, পৌর হিসাব রক্ষক মো.দুলাল মোড়ল,টিকাদান সুপারভাইজার মো.মোশারফ হোসেন, বাজার পরিদর্শক শিপলু চন্দ্র দাস, উচ্চমান সহকারী রিয়াদ হাসাসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে