রাণীনগরে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : : | প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:২৩ পিএম
রাণীনগরে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়

নওগাঁর রাণীনগরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে এই মতবিনিময় সভা করেন তিনি। এর আগে উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভা করেন নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। এদিন দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মালেক,প্রেস ক্লাব রাণীনগর এর সভাপতি মুরাদ চৌধুরী সেলিমসহ উপজেলায় কর্মরত সংবাদ কর্মীরা। সভায় উপস্থিত সংবাদ কর্মীরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভবনার তথ্য,পরামর্শ ও পরিকল্পনার কথা তুলে ধরেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাংবাদিকরা একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন শৃংখলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে