মেহেরপুরের গাংনীতে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে তিনটি ইটভাটায় দুই লক্ষ ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও ইটভাটা গুলো বন্ধ করে দেয়া হয়েছে। সোমবার দুপুরে অবৈধ ভাবে গড়ে ওঠা ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি সাদ্দাম হোসেন। অভিযানে গাংনী উপজেলার তিনটি অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণার পাশাপাশি চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া ও কাঁচা ইট পানি দিয়ে বিনষ্ট করা হয়েছে। উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোজফ্ফর খান। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন, গাংনী থানা পুলিশ ও বামন্দী ফায়ার সার্ভিসের একটি টিম। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন জানান, পরিবেশদূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে জেলার সকল অবৈধ ইটভাটাতে অভিযান চালানো হবে। উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই জেলার তিনটি উপজেলায় প্রায় ১০৮ টি ইটভাটা গড়ে উঠেছে বলে জানান জেলা প্রশাসন।